ডেটলাইন : ইরান মাহশা-আন্দোলন, ২১ নভেম্বর ২০২২

এছাড়াও বৃহত্তর আন্দোলন শুরু হলে পরে, দমনপীড়ন যেমন ভাবে বাড়তে থাকবে – ঠিক তেমনই বাড়তে শুরু করবে পশ্চিমি দুনিয়ার বৌদ্ধিক ও রাজনৈতিক অনুপ্রবেশ। এঁরা না থাকেন হোমে, না লাগেন যজ্ঞের অনুষ্ঠানে। এঁরা কেবল সুযোগ বুঝে নিজেদের পেট্রো-ডলারের ধারাটুকুকে অক্ষয় রাখতে, রামের সঙ্গে শ্যামের ও শ্যামের সঙ্গে যদুর ঝগড়া লাগিয়ে রাখতে বহুমূল্য সময় ব্যয় করেন। অতীতে লিবিয়া ও সিরিয়ার আন্দোলনের ক্ষেত্রে এই পরিণতি আমরা দেখেছি। ইরানের ক্ষেত্রেও যেন এমনতরো পরিস্থিতির সৃষ্টি না হয় সেই দিকেই আমাদের লক্ষ্য রাখা উচিত।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 22 November, 2022 | 269 | Tags : Mahsa Amini Ayatollah Khomeini Iranian National Football Team World Cup 2022